রজব থেকে রামাদান ডায়েরী-১৪ (যাকাতুল ফিতর)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন একজন সাইমের (সাওম পালনকারীর) অনর্থক কাজ ও অশ্লীলতা হতে পবিত্রতা স্বরূপ ও মিসকীনদের খাওয়ানোর জন্য। যে তা সালাতের আগে আদায় করে তা কবুলযোগ্য যাকাত (হিসেবে গন্য হবে) আর যে তা ঈদের (ঈদুল ফিতর) সালাতের পর আদায় করে, তা সাদাকাহ সমূহের মধ্যে একটি বলে গণ্য হবে। সুনানে আবু দাউদ: ১৬০৯

যে উদ্দেশ্যে এই যাকাতুল ফিতর বিধান দেয়া হয়েছে তা কার্যকরী করার জন্য রাসূল(সঃ)এর দেখানো পদ্ধতিতে করতে হবে। ঈদের সালাতের পূর্বেই তা আদায় করলে যাকাতুল ফিতর বলে কবুল হবে ইনশা’আল্লাহ।

আবূ সা’ঈদ আল খুদরী রা. থেকে বর্ণিত। আমরা নবী সা.এর সময়ে তা (যাকাতুল ফিতর) খাদ্যদ্রব্য থেকে এক স্বা বা খেজুর থেকে এক স্বা বা  যব থেকে এক স্বা বা কিসমিস থেকে এক স্বা হিসেবে দিতাম।

সহীহ আল বুখারী: ১৪৩৭

রাসূল সা. লোকদের (ঈদের) নামাযের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। সহীহ মুসলিম: ২১৫৯

যাকাত হলো দরিদ্রদের প্রতি ধনীদের সহানুভূতি, আর তাই নিজ দেশের খাদ্যদ্রব্য দিয়েই সহানুভূতি দেখানো সম্ভব।

আলিমগণের অধিকাংশের মতে ও দলীলের বিবেচনায় বেশী সঠিক মত অনুসারে মূল্য দিয়ে (অর্থ দিয়ে) যাকাতুল ফিতর আদায় করা জা’ইয নয়। ওয়াজিব হলো খাদ্যদ্রব্য থেকে আদায় করা।

  • ওয়াজিব হলো সকল প্রকার খাবারের এক স্বা অর্থাৎ নবী সা.এর হিসাব অনুযায়ী এক স্বা (যাকাতুল ফিতর) আদায় করা আর তার পরিমান হলো স্বাভাবিক দুই পূর্ণ হাতের চার মুঠো, ওজনের হিসেবে তা ৩ কিলোগ্রামের কাছাকাছি।

শাইখ ইবনে বায রহ. এর মতে প্রায় ৩ কিলোগ্রাম।

শাইখ ইবনু উসাইমীন (রহ) বলেছেন, চাল দিয়ে এর পরিমান হবে ২১০০ গ্রাম অর্থাৎ ২.১ কিলোগ্রাম   ফাতওয়া আয যাকাত: ২৭৪-২৭৬

 

  • ছোট-বড়, নারী-পুরুষ, স্বাধীন-দাস সকল মুসলিমের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।
  • ওয়াজিব হলো ঈদের সালাতের আগেই ফিতরা আদায় করা। ঈদের এক দুই দিন আগে আদায় করায় কোন বাঁধা নেই। আলিমগণের মতামতের সবচেয়ে সঠিক মত অনুসারে ২৮তম সাওমের রাতে কারণ এই মাস ২৯ বা ৩০ দিনেরও হতে পারে। রাসূল সা.এর সাহাবা রা.গণ ঈদের এক দুই দিন আগেই আদায় করতেন।
  • এই ফিতরা দিতে হবে ফকীর ও মিসকীনদের হাতে।

মহান আল্লাহ আমাদের সকলকে দীনের বুঝ দান করুন ও এতে অবিচল থাকার তাওফীক দিন।

What do you give for zakatul fitr? Is it money or grain? and what about if you don`t know any body to be given? Is it permissable to give it to the masjid or a kaafir homeless, or kaair in general?

Praise be to Allaah.

Ibn ‘Umar (may Allaah be pleased with them both) said: “The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) made giving a saa’ of dates or a saa’ of barley as Zakaat al-Fitr an obligation for all Muslims, slave and free, male and female, young and old, and ordered that it should be given before the people went out to pray (Salaat al-Eid).” (Al-Bukhaari, 1503).

Abu Sa’eed al-Khudri (may Allaah be pleased with him) said: “We used to pay as Zakaat al-Fitr a saa’ of food or a saa’ of barley (which was their food at that time) or a saa’ or dates or a saa’ of aqit (dried yoghurt) or a saa’ of raisins.” (1506)

From this it is clear that Zakaat al-Fitr must be food, not money, so we must adhere to what has been recorded in the Sunnah. So give one saa’ of whatever is the staple food in your country, such as rice or wheat, for example, on behalf of yourself and each member of your household. (A saa’ is equivalent to approximately 3 kilograms). It is not permissible to give it to anyone except a needy Muslim. If you cannot find anyone in your own country, you can delegate someone else to give it on your behalf in another country. May Allaah help us and you to do the duties that He loves. And Allaah knows best.

Islam Q&A Sheikh Muhammed Salih Al-Munajjid