নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা-৮(তাশাহহুদ)

                           দয়াময় মেহেরবান আল্লাহর নামে   তাশাহহুদ সংক্রান্ত একটি বর্ণনা সমাজে প্রচলিত আছে যা সহিহ নয়। অনেকে বলে থাকেন তাশাহহুদ মিরাজের রাতে আল্লাহ ও মোহাম্মদ সা এর মাঝে কথোপকথন, কিন্তু এটা সম্পূর্ন ভুল কথা। রাসূল সা নিজে সাহাবা আযমাইন রা দের এটা শিক্ষা দিয়েছেন। এটা মিরাজের সাথে সম্পর্কিত নয়। নিচের ভিডিও তে রেফারেন্স জানার অনুরোধ রইলো।  তাশাহহুদ পাঠ সম্পর্কে হাদীস— আব্দুল্লাহ(ইবনে মাসউদ) বলেন, যে সময় আমরা নবী(সঃ) এর পিছনে নামায পড়তাম তখন বৈঠকে বলতাম, জিবরীল ও মিকাইলের উপর শান্তি বর্ষিত হোক, অমুক ও অমুকের উপর শান্তি বর্ষিত হোক। … Continue reading নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা-৮(তাশাহহুদ)