নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা—৬(সাজদাহ)
দয়াময় মেহেরবান আল্লাহর নামে ছোট থেকে আমরা একটি তাসবীহ শিখেই বড় হয়েছি আর তাই সালাতে কোনরকমভাবে সেই তাসবিহগুলোই রুকু ও সেজদাহতে পড়ে থাকি। জীবনের এই সালাতই আমাদের জন্য আখেরাতের পাথেয় ও সৌন্দর্য। দুনিয়ার প্রাপ্তির ক্ষেত্রে আমরা কোন একটি জিনিষকে আমরা ষ্টান্ডার্ড ও সুন্দর এবং অন্যদের তুলনায় ব্যতিক্রমী করার জন্য কত প্রচেষ্টা চালাই। মহান রবের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কি রাসূল স.এর দেখানো পদ্ধতিগুলোকে রপ্ত করে সালাতকে আরো স্থির দীর্ঘ ও সুন্দর করতে পারি না! তাই যে তাসবিহ আমরা পারি তার পাশা পাশি পরিকল্পিতভাবে একটি একটি করে শিখে নিয়ে নিজের সালাতকে উন্নীত করি। سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى». (সুবহা-না রব্বিয়াল আ‘লা) … Continue reading নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা—৬(সাজদাহ)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed