নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা—৪ (রুকু)
দয়াময় মেহেরবান আল্লাহর নামে ** রুকুতে যা পড়তেন আমাদের নবীজী(সঃ)—তিন বার করে পড়েছেন «سُبْحانَ رَبِّيَ الْعَظِيمِ». . (সুবহা-না রব্বিয়াল ‘আযীম)। “আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি” (তিনবার ) আবূ দাউদ, নং ৮৭০; তিরমিযী, নং ২৬২; «سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي». (সুবহা-নাকাল্লা-হুম্মা রব্বানা ওয়াবিহামদিকা, আল্লা-হুম্মাগফির লী)। “হে আল্লাহ! আমাদের রব্ব! আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসাসহ। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।” বুখারী ১/৯৯, নং ৭৯৪; মুসলিম ১/৩৫০, নং ৪৮৪। «سُبُّوُحٌ، قُدُّوسٌ، رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ». (“সুব্বূহুন কুদ্দূসুন রব্বুল মালা-’ইকাতি ওয়াররূহ)। “(তিনি/আপনি) সম্পূর্ণরূপে দোষ-ত্রুটিমুক্ত, অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত; ফেরেশতাগণ ও রূহ এর রব্ব।” … Continue reading নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা—৪ (রুকু)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed