সালাতুল হাজত

আমাদের সমাজে অনেকেই সালাতুল হাজত নামে একটি সালাত আদায় করে থাকেন, ইচ্ছা পূরনের জন্য বা কল্যানকর চাওয়াকে বাস্তবে পরিনত করার জন্য সালাত আদায় করে থাকেন। আসলে এটা কোন সহিহ হাদীসের আলোকে আমল নয়।

সালাতুল হাজতের ব্যপারে যে হাদীসগুলো রেফারেন্স হিসেবে আনা হয় তা কয়েকটি দূর্বল ও কয়েকটি জাল হাদীস যা স্কলার্সদের বক্তব্যে জানা যায়।

রাসূল স. যেকোন জিনিষ চাওয়া বা দু’আ করার জন্য যে সময় ও স্থান ও পদ্ধতি দিয়েছেন তা সহিহ হাদীসের আলোকে জানা যায়।যে আমলের ব্যপারে বিতর্কিত মত পাওয়া যায় এবং জাল হবার ব্যপারে শক্তিশালী মত পাওয়া যায় সেইক্ষেত্রে সেই আমল থেকে দূরে থাকাই নিরাপদ। আমরা যতটুকু সহিহ আমলের সন্ধান পেয়েছি ততটুকুই সুন্দর করে আদায় করি। শয়তান সব সময়ই চায় আমাদের বিভ্রান্তিকর আমলের দিকে অধিক আগ্রহ বাড়িয়ে দিতে।

মহান আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সহিহ আমলের উপর ইস্তিকামাত হওয়ার হিকমাত ও তাওফিক দান করুন।

নিচের প্রশ্নের উত্তর শুনার ও পড়ার অনুরোধ রইলো।

 

 

https://islamqa.info/en/2161

 

https://youtu.be/CO0SVn1j3Kc