বমি করলে কি রোজা ভাঙ্গে?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“রোযাবস্থায় যারঅনিচ্ছাক্রিতভাব বমি হল, তার ওপর কাযা জ রুরী নয়। হ্যাঁ,যদি সে স্বেচ্ছায় বমি করে,তাহলে সে যেন কাযা করে”। {আবুদাউদ: (২৩৮০) আহমদ:(২/৪৯৮) সহিহ ইব্ন খুজাইমা:(১৯৬০) সহিহ ইব্ন হিব্বান:(৩৫১৮) সহিহ হাকেম:(১/৮৫৫-৫৮৯)}
শিক্ষা ও মাসায়েল: বান্দার প্রতি আল্লাহর দয়া যে,
তার অনিচ্ছায় যেসব কাজ
সংঘটিত হয়, সে জন্য
তিনি তাকে জিজ্ঞাসা করবেন
না। হ্যাঁ, বান্দার ইচ্ছাধীন
কাজের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন বমি করা।অর্থাৎ আঙ্গুল ঢুকিয়ে বা গলায়কিছু প্রবেশ করিয়ে,অথবা দুর্গন্ধ শুকে,অথবা বিরক্তিকর কোন জিনিসদেখে বা কোন কারণে বমি করল। যদি সে ইচ্ছাকৃত এমন করে,তবে তার সিয়াম নষ্ট হয়ে যাবে,
অনিচ্ছাকৃত হলে সিয়াম নষ্টহবে না।