তামাক, সীসা, সিগারেট কি হারাম না মাকরুহ?

আসসালামু’আলাইকুম

সিগারেট-জর্দ্দা খাওয়া হারাম কুরআন-হাদীস থেকে প্রমাণ …
(১) সিগারেটের গায়ে লেখা থাকে “ধুমপান মৃত্যু ঘটায়”:
আল্লাহর বাণী- “তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।” বাকারা-১৯৫
 সিগারেট একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়।
(২) সিগারেট-জর্দ্দা নেশাজাতীয় জিনিস :
নবী (সা) বলেছেন- ” প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।” মুসলিম-২০০৩
(৩) কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য :
রাসূল (সা) বলেছেন- “যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।” (তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১)
(৪) সিগারেট-জর্দ্দা অপবিত্র জিনিস : আল্লাহ বলেন-
“তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।” আরাফ-১৫৭
(৫) সিগারেট জর্দ্দায় কোন ফায়দা নেই, এটা অপব্যায় :
আল্লাহ বলেন- “নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।” সূরা ইসরা-২৭
(৬) সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায় :
রাসূল (সা) বলেন- “যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।” বুখারী
(৭) সিগারেট পুষ্টিকরও নয়, ক্ষুধা নিবারণ মূলকও নয় :
জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ বলেন- “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।” গাশিয়াহ-৭
========================
যারাই জর্দা ও সিগারেট খেয়ে থাকেন দয়া করে মহান আল্লাহর ভালোবাসায় ও আখেরাতের শাস্তির ভয়ে ও দুনিয়াবী জীবনের কঠিন অবস্থায় পতিত হওয়া থেকে আগে সাবধান হওয়ার জন্যই  তা ত্যাগ করবেন।

 

https://www.youtube.com/watch?v=gwuwrRK-I2Y