চুল রঙ/কলপ করা কি জায়েয? চোখের ভ্রু প্লাগ করা কি জায়েয?

 

বয়সের কারণে চুল সাদা হলে কালো কলপ ব্যবহার করা জায়েজ নয়।

কালো চুলে রঙ করার ক্ষেত্রে মুসরিকদের অনুকরন বা অস্বাভাবিক দেখা যায় এমন রঙ  করা নিষেধ । আবার পরপুরুষকে দেখানোর জন্য হলে জায়েজ নেই। এছাড়া স্বাভাবিকভাবে কালো চুলে একটু রঙ করা নিষেধ নেই। যা নিচের লেকচারে জানতে পারেন।

রাসূল(সাঃ) বলেনঃ ইয়াহুদ ও নাসারারা (চুল ও দাড়িতে) রং লাগায় না। সুতরাং তোমরা তাদের বিপরীত করবে।(সহিহ বুখারী, ৯ম খন্ড, পোশাক অধ্যায়, হাদিস নং ৫৪৭৮)

হাদীসটি চুল পাকলে খিজাব করার ক্ষেত্রে বর্ণিত।

হাদীস শরীফে আছে, হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রা. (আবু বকর রা.-এর পিতা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন। তখন তার মাথার চুল ও দাঁড়ি ছিল ‘ছাগামা’ নামক উদ্ভিদের ফুলের মতো তীব্র সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন,তোমার এই চুল ও দাঁড়ির শুভ্রতা কোনো কিছু দ্বারা পরিবর্তন কর। তবে তোমরা কালো কলপ ব্যবহার করা থেকে বিরত থাক।

(সহীহ মুসলিম : ৫৪৬৬)

 অন্য হাদীসে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখেরি যামানায় কিছু লোক কবুতরের বুকের মতো কালো রংয়ের কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের খোশবুও পাবে না। (সুনানে আবু দাউদ: ৪২০৯

অনেক চুলপাকা ব্যক্তি কাল রঙদ্বারা সাদা চুল রাঙিয়ে নিজেদেরকে যুবক কিংবা অপেক্ষাকৃত কম বয়সী যাহির করে। এতে প্রতারণা, আল্লাহরসৃষ্টিকে গোপন করা ও মিথ্যা আত্মতৃপ্তি ছাড়া আর কোন কিছুই হয় না। এরফলে ব্যক্তিগত চালচলনের উপর
নিঃসন্দেহে এক প্রকার কুপ্রভাব পড়ে। আর অন্য মানুষ এতে প্রতারিত হয়। নবী করিম সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লামপাকা চুলে খেজাবলাগাতে বলেছিলেন মেহেদী বা এ ধরনের কোন জিনিস দ্বারা, যাতে হলুদ , লাল ইত্যাদি মৌলিক রঙ ফুটে ওঠে।তবে কাল রঙ দ্বারা রসুল সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম কখনোই খেজাব লাগানোর অনুমতি দেন নাই।
যুবকের ক্ষেত্রে ধোঁকার এই দিকটি অনুপস্থিত। তাই কোনো কোনো ইসলামি স্কলার যুবকদের জন্য কালো খেজাব জায়েজ হওয়ার মত দিয়েছেন। -ফায়জুল কাদির: ১/৩৩৬

নারীদের চুলে কলপ ব্যবহার করার বিধান পুরুষদের চুলে কলপ ব্যবহার করার মতই।

https://www.youtube.com/watch?v=1agWJg48Yrs

 

https://www.youtube.com/watch?v=R4EmHZxoPQk