কাপড়ের নাপাকি দূরিকরন

আসসালামু আলাইকুম

কাপড়ের বা জায়গার নাপাকি বা নাজাসাত দূউর করতে আমাদের মাঝে কিছু প্রচলিত ভুল ধারনা রয়ে গিয়েছে।

আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যেকোন নাপাকি বা নাজাসাত দূর করতে বিসমিল্লাহ সহ তিনবার ধূতে হবে। আবার অনেকেই বর্তমানে ওয়াশিং মেসিনে নাজাসাত দূর হয় কি না তা নিয়ে সন্দেহে থাকেন।

আসলে মহান আল্লাহর বিধান অনেক সহজ ফিতরাতের উপযোগী।

কুকুরের নাজাসাত থেকে পাক হওয়ার জন্য শুধুমাত্র নির্দেশনা এসেছে যে সাতবার ধূতে হবে। এছাড়া অন্যকোন নাজাসাত দূরীকরনে কোন নির্দিষ্ট সংখ্যায় ধোয়ার নির্দেশনা আসেনি, নাপাকি পরিস্কার হতে যতটুকু লাগে ততবারই ধুতে হবে সেটা একবারেও হতে পারে।

মেশিনে পাক নাপাক কাপড় একসাথে দিলেও সেটা পাক হয়ে যাবে ইন শা আল্লাহ।

নিচের লিংক থেকে বিস্তারিত জেনে নেই।

https://m.islamqa.info/en/answers/163825/