করোনা ভাইরাসের কারনে মসজিদে সালাত বন্ধ কি সঠিক?

আসসালামু’আলাইকুম

মহান আল্লাহ প্রাত্যহিক ইবাদাত যা ফরয করেছেন, সেগুলোতে আবার শরীয়া কিছু কারন বশতঃ শিথিল করেছেন,যেমন যিনি দাঁড়িয়ে সালাত পড়তে পারেন না, তিনি বসে আদায় করবেন। তেমনি মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে পারেন এমন শরীয়া ওজর রাখা আছে।

বর্তমান মহামারি আকারে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, সেইক্ষেত্রে যার যার পরিবেশের অবস্থার আলোকে  শরীয়া মোতাবেক সিদ্ধান্ত নিবেন দেশ পরিচালনায় যারা আছেন। এইক্ষেত্রে মানুষের কল্যানের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিবেন। ইসলাম সাধারনভাবেই কল্যানকামী বিধান। যদি সিদ্ধান্ত কল্যান হয় তাহলে দ্বিগুন সাওয়াব পাবেন, আর সিদ্ধান্ত ভুল হলেও সাওয়াব পাবেন নিয়্যতের কারনে ইন শা আল্লাহ।

নাগরিকদের সেই সিদ্ধান্ত মেনে চলাটাই শরীয়া। নিচের প্রশ্ন উত্তরটি শুনার অনুরোধ রইলো।