রোগ ও রোগী-ইসলাম কি বলে!-১

দয়াময় মেহেরবান আল্লাহ তা’আলার নামে শুরু

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

মানবজীবন প্রতিনিয়তই কোন না কোন পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। কোন সফলতাই পরীক্ষা ও পরিশ্রম ছাড়া অর্জন সম্ভব নয়। দুনিয়ার জীবনেও কিছু পেতে চাইলে অনেক পরিশ্রম, চড়াই উৎড়াই পার হয়েই সাফল্যের মুখ দেখতে পায়। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু রোগ শোক, সমস্যা, বিপদ এসে থাকে যা ব্যক্তিকে অস্থিরতা এনে দেয় বা অনেকে হতাশ হয়ে পড়েন। কিন্তু যে ব্যক্তি জীবনের এই সকল অবস্থা কেনো আসে, তা জানেন, সেই ব্যক্তি কখনো হতাশ হয় না। বরং এই সকল অবস্থায় কি করনীয় যা তাকে দুনিয়া ও আখেরাতে সাফল্যের দিকে নিয়ে যাবে, তার জন্য প্রস্তুতি নিয়ে থাকে।

মহান আল্লাহ জানিয়েছেন-

এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আল বাকারা: ১৫৫

হে মানবকুল, তোমাদের কাছে উপদেশবানী এসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা ইউনুস: ৫৭

আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। সূরা বনী ইসরাঈল:৮২     

যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। সূরা আশ শুয়ারা: ৮০

বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। সূরা হামীম আস সাজদাহ: ৪৪

এই বইতে সহজ ভাবে জীবনের রোগ শোকের অবস্থা কেনো ও কি করনীয় তা সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা রইলো। মহান আল্লাহর দয়া ও করুনায় যেনো রোগ শোকে কাতর ব্যক্তির জীবনে সবর ও সবরের বিনিময় লাভের উপযুক্ততা আনতে পারেন –তারই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ আমাদের জানার, বুঝার ও মেনে চলার তাওফিক দান করুন। আমাদের প্রত্যেককে সবরকারী হিসেবে তাঁর সন্তুষ্টি পাওয়ার সুযোগ করে দিন। আমীন।

রোগ ও রোগীর জন্য করনীয়

সূচি

ভূমিকা

রোগ কি ও রোগের প্রকারভেদ

রোগ আমার জীবনে কেনো?

একজন রোগীর মর্যাদা

রোগী দেখতে যাওয়ার ফযীলত

রোগীর জন্য করনীয়

অসুস্থ্য ব্যক্তির পবিত্রতা অর্জন করার পদ্ধতি

অসুস্থ্য ব্যক্তির সালাত আদায়

তাওবা ও ইস্তেগফার

মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিদের করনীয়

মৃত পিতা মাতা/ মুসলিম ভাইয়ের জন্য করনীয়

মৃত ব্যক্তিকে উপলক্ষ্য করে সমাজে প্রচলিত আনুষ্ঠানিকতার বর্জনীয় দিক

বিধবা নারীর ইদ্দত পালন একটি ইবাদাত

রোগ প্রতিরোধে ও প্রতিকারে ইসলামের শিক্ষা

অসুস্থ্য অবস্থায় পথভ্রষ্ট করার শয়তানী উদ্যোগ

অন্তরের ব্যাধি বা মানসিক অসুস্থতা

মৃত্যু ভীতি

শেষ পরিণতি ভাল করার কিছু উপায়