রোগ ও রোগী-ইসলাম কি বলে!-১৬ সাদাকা

 কিছু অতিরিক্ত ভালো কাজ বা নফল ইবাদাত যা অসুস্থ ব্যক্তির সুস্থ্যতার জন্য সহায়ক এই অতিরিক্ত ভালো কাজ বা নফল ইবাদাত তারাই করতে চাবে, যারা বিশ্বাস রাখে মহান আল্লাহর উপর, নির্ভর করে ও মুখাপেক্ষি থাকে মহান রবের দিকে। যেমন নফল সালাত,তাহাজ্জুদ,নফল সাওম এবং সাদাকা বা দান। দান এমন একটি ইবাদাত যা বহুমুখী কল্যান এনে দেয় দুনিয়া ও আখেরাতে। সর্বাবস্থায় দান করাটা উত্তম বলে বিবেচিত হয়। উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাকে বলা হয়েছে যে, আমলগুলো পরস্পর গর্ব করবে। তখন সদকা বলবে, আমি তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ”। সহীহুত-তারগীবি ওয়াত-তারহীব: ৮৭৮   “(হে রাসূল!) তুমি আমার মু’মিন বান্দাহদেরকে বলে দাও, যেন … Continue reading রোগ ও রোগী-ইসলাম কি বলে!-১৬ সাদাকা