নারী ও পুরুষের সতর-৩

  নারী ও পুরুষের শরীরের যেসব অংশ সবসময়ই আবৃত রাখা ফরয তাকে আরবীতে ‘আওরাহ’ ও ফারসীতে ‘সতর’ বলা হয়। সতর দেহের অবশ্য আবরণযোগ্য অংশ। সময় ও পরিবেশ ভিন্নতায় এবং ব্যক্তির অবস্থা ও অবস্থানের প্রেক্ষিতে সতর পালনেও ভিন্নতা রয়েছে। পোশাক যদি এতটা আঁটসাঁট হয় যাতে দেহ কাঠামো খুব বেশী প্রকাশিত হয়ে পড়ে অথবা এতো পাতলা হয় যে শরীর দৃশ্যমান হয়ে যায়, তাহলে সতর সংরক্ষিত হয়েছে বলা যাবে না বরং ফরয লংঘিত হয়েছে ধরা হবে। পুরুষের জন্য সতরের সীমারেখা নাভী থেকে হাঁটু পর্যন্ত। হযরত আলী রা: থেকে বর্ণিত। রাসূল সা: বলেছেন: নিজের উরু কাউকে দেখাবে না এবং কোন জীবিত অথবা মৃত ব্যক্তির … Continue reading নারী ও পুরুষের সতর-৩