তাওবা ও ইস্তিগফার

জীবনের পথ চলায় জেনে না জেনে বা আবেগে অনেক সময়ই আমাদের ছোট বড় অনেক ধরনের ভুল হয়ে থাকে। ইমান যাদের জাগ্রত আছে, সেই ভুল নিজের অন্তরে দহন করতে থাকে। ঘুড়ে ফিরে তাকে বারে বারে বলে যায়, ফিরে এসো জান্নাতের পথে, সময় চলে যায়। আমরা অনেকেই চাই নিজেদের আবার সুন্দর করে নিয়ে, নতুন করে পবিত্র জীবনের ছোঁয়ায় পথ চলি। ভুলগুলোকে ভুলে যেয়ে আবার নতুন করে সাজিয়ে নেই প্রতিটি পদক্ষেপ জান্নাতের পানে। এটা কখনোই অসম্ভব নয়। আমরা যেকোন সময় চাইলেই অতীতের পাপ বা ভুলগুলোকে পরিষ্কার করে পূন্যে পরিনত করতে পারি, সুন্দর করে নিতে পারি আবার জীবনের পথ চলাকে। যত বড় গুনাহ হউক … Continue reading তাওবা ও ইস্তিগফার