চলুন পর্দাকে জানি ও মানি এবং পরিবারে প্রতিষ্ঠিত করি তথা সমাজকে পবিত্র, শান্তিময় করি-১

  মহান রাব্বুল আ’লামীন মানুষকে অত্যন্ত সুন্দর ও ভারসাম্যপূর্ণরূপে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।  সুরা আত-তীন: ৪ এর অর্থ হচ্ছে মানুষকে এমন উন্নত পর্যায়ের চিন্তা, উপলব্ধি, জ্ঞান ও বুদ্ধি দান করা হয়েছে, যা অন্য কোন সৃষ্টিকে দেয়া হয়নি। আল্লাহ তা’লা বলেছেন: হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। সুরা আল-ইনফিতার: ৬-৮ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন। তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুগ্রহ … Continue reading চলুন পর্দাকে জানি ও মানি এবং পরিবারে প্রতিষ্ঠিত করি তথা সমাজকে পবিত্র, শান্তিময় করি-১