কুরবানীর ঘটনা নিয়ে আত্মউপলব্ধি-৬

  একটু ভেবে দেখুন ইব্রাহীম আ. নিজের জীবনের প্রতিটা সময়ে এক আল্লাহর আনুগত্যে অটল ছিলেন। মহান আল্লাহকে প্রতিপালক হিসেবে গ্রহণ করে আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনে একনিষ্ঠভাবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা ব্যকুল থাকতেন। তিনি ঈমান ও আমল নিয়ে তাওহীদের উপর অবস্থান করেছিলেন বলেই নিজ পিতৃভুমি থেকে তাঁকে হিজরত করতে হয়। আল কুরআনে এসেছে- “ইবরাহীম বললো,আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনিই আমাকে পথ দেখাবেন”। সূরা আস সাফফাত: ৯৯ আমি সবদিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবল সেই মহান সত্ত্বাকেই ইবাদাত-বন্দেগীর জন্য নির্দিষ্ট করলাম যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের মধ্যে শামিল নই। সূরা আল আন’আম: ৭৯ … Continue reading কুরবানীর ঘটনা নিয়ে আত্মউপলব্ধি-৬