ক্যুইজ-২ সুরা আদ দ্বোহা(উত্তর)

সুরা আদ দুহা

১ নং প্রশ্নের উত্তরঃ                                         

وَٱلضُّحَىٰ-শপথ প্রথম প্রহরের(By the morning brightness)

وَٱلَّيْل-শপথ রাতের(And the night)

سَجَىٰ – নিঝুম হয়-(it covers with darkness)

وَدَّعَكَ-তোমাকে ত্যাগ করেছেন(has forsaken you)

قَلَىٰ-অসন্তুষ্ট হয়েছেন(He is displeased)

خَيْرٌ-উত্তম((is) better)

وَلَسَوْفَ-এবং শীঘ্রই অবশ্য(And soon)

يُعْطِيكَ-তোমাকে দান করবেন(will give you)

فَتَرْضَىٰٓ-ফলে তুমি খুশী হবে(then you will be satisfied)

فَـَٔاوَىٰ-অতঃপর আশ্রয় দিয়েছেন(and gave shelter?)

ضَآلًّا-পথ অনবহিত (রূপে)lost

عَآئِلًا-অভাবী(in need)

فَأَغْنَىٰ-অতঃপর অভাবমুক্ত করলেন(so He made self-sufficient)

تَقْهَرْ-কঠোর হয়ো(oppress)

ٱلسَّآئِلَ-প্রার্থীর(him who asks)

تَنْهَرْ-তিরস্কার করো(repel)

فَحَدِّثْ-অতঃপর বর্ণনা করো(narrate)

 

২নং উত্তরঃ  একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ওহী আসতে বিলম্ব হয়, এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে, মুহাম্মদকে তার আল্লাহ্ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে সূরা আদ-দুহা অবতীর্ণ হয়। মুসলিম: ১৭৯৭

বিষয়বস্তু ও মূল বক্তব্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দেয়া আর এই সান্ত্বনা দানের উদ্দেশ্য ছিল অহী নাযিলের সিলসিলা বন্ধ হয়ে যাবার কারণে তাঁর মধ্যে যে পেরেশানী দেখা দিয়েছিল তা দূর করা ।

৩নং উত্তরঃ  রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর অহী নাযিল বন্ধ কতদিনের ছিল, এ সম্পর্কে বিভিন্ন হাদীসে বিভিন্ন বক্তব্য এসেছে৷ ইবনে জুরাইজ ১২ দিন, কালবী ১৫ দিন, ইবনে আব্বাস ২৫ দিন, সুদ্দী ও মুকাতিল এর মেয়াদ ৪৫ দিন বলে বর্ণনা করেছেন৷

৪নং উত্তরঃ  দুটি নিষেধবানী ও একটি আদেশবানী এসেছে।

১।  এতিমের প্রতি কঠোর হতে নিষেধ করা হয়েছে।

২।  প্রার্থীকে তিরস্কার করা নিষেধ করা হয়েছে।

৩। মহান রবের নিয়ামত প্রকাশ করার নির্দেশনা এসেছে।

৫নং উত্তরঃ  মহান আল্লাহ নিয়ামতের কথা যা জানিয়েছেন-

ক) আল্লাহ তাঁর বান্দাকে ছেড়ে দেননি।

খ) আস্বস্থ করেছেন যে পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।

গ)  সন্তুষ্ট হওয়ার মত অনুগ্রহ দান করবেন।

ঘ) ইয়াতীম অবস্থায় ফেলে না দিয়ে আশ্রয় দিয়েছেন

ঙ) সঠিক পথের নির্দেশনা দেখালেন।

চ) নিঃস্ব অবস্থার অবসান ঘটিয়ে অভাবমুক্ত করলেন।