প্রশ্নে প্রশ্নে সূরাকে জানি ও কুর’আনিক আরবী শিখি- ৩ (সূরা ক্বা্রিয়াহ,তাকাসুর,আসর,হুমাযা,ফীল,কুরাইশ)

 

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

পরীক্ষা দেয়ার পূর্বে সিলেবাস জানিয়ে দিচ্ছি।

সুরা ফাতিহা ও সূরা নসর থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমুহের শাব্দিক অর্থ কয়েকবার পড়ে নিতে হবে।

সহিহ তেলাওয়াত হয় কি না যাচাই করে নিন। তারপর সংক্ষিপ্ত তাফসির পড়ে নিতে হবে নির্ধারিত সূরা সমূহের।

এর সাথে আরো ভালোভাবে সূরা সমূহ বুঝতে বিশিষ্ট আলেমের তাফসির শুনে নিন। প্রতিদিন একটি সূরা করে এইভাবে ষ্টাডী করুন।

আরো উত্তম হয় যদি এর পাশা পাশি মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন।

এরপর প্রশ্নটি সামনে রেখে নোট প্যাড বা কম্পিউটারে উত্তর লিখে ফেলুন।

 

বিসমিল্লাহির রহমানির রহিম
পরীক্ষাঃ ৩ (সূরা ক্বা্রিয়াহ,তাকাসুর,আসর,হুমাযা,ফীল,কুরাইশ)
পূর্ণমানঃ ৭৫ সময়ঃ ৪৫মিনিট

 

১ নং প্রশ্নঃ শব্দার্থ লিখঃ ৫০

ٱلْقَارِعَ ةَ ,وَمَآ أَدْرَىٰك, يَوْمَ, كَٱلْفَرَاشِ, ٱلْمَبْثُو, ٱلْجِبَالُ, كَٱلْعِهْنِ, ٱلْمَنفُوشِ, ثَقُلَتْ, مَوَٰزِينُهُۥ, عِيشَةٍ, رَّاضِيَةٍ, خَفَّتْ, فَأُمُّهُۥ, هَاوِيَةٌ, أَلْهَىٰكُمُ, ٱلتَّكَاثُرُ, زُرْتُمُ, ٱلْمَقَابِرَ, سَوْفَ, تَعْلَمُونَ, عِلْمَ, ٱلْيَقِينِ, ثُمَّ, لَتُسْـَٔلُنَّ, عَنِ, ٱلنَّعِيمِ, لَفِى, خُسْرٍ, وَيْلٌ, وَعَدَّدَهُ, يَحْسَبُ, أَخْلَدَهُ, لَيُنۢبَذَنَّ, ٱلْحُطَمَةِ, ٱلْمُوقَدَةُ, ٱلْأَفْـِٔدَةِ, مُّؤْصَدَةٌ, مُّمَدَّدَةٍۭ, تَرَ, بِأَصْحَٰبِ, كَيْدَهُمْ, تَضْلِيلٍ, طَيْرًا, أَبَابِيلَ, , سِجِّيلٍ, كَعَصْفٍ, مَّأْكُولٍۭ, إِۦلَٰفِهِمْ, رِحْلَةَ, ٱلصَّيْفِ, جُوعٍ, ءَامَنَهُم

২নং প্রশ্নঃ কুরাইশ বংশের লোকদের প্রথম মক্কায় একত্রিত করেন কে? তিনি রাসূল সা এর সম্পর্কে কি হোন? ২
৩নং প্রশ্নঃ রাসূল সা এর জন্মের কতদিন পূর্বে,কত বাহিনী নিয়ে, কে কাবা ঘর ভেংগে ফেলতে চেয়েছিলো? ৩
৪নং প্রশ্নঃ হুতামা কি ও এটার প্রভাব কেমন? ৬
৫নং প্রশ্নঃ হুতামা কাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে? ৪
৬নং প্রশ্নঃ কিসের শপথ করে আল্লাহ কতটি কাজের কথা বলেছেন যা ক্ষতি থেকে রক্ষাকারী? সেগুলো কি কি? ৬
৭নং প্রশ্নঃ মানুষকে কিসে গাফেল করে রেখেছে? হাশরের মাঠে সূরা তাকাসুরে কিসের জিজ্ঞাসিত হবার কথা উল্লেখ এসেছে? ২
৮নং প্রশ্নঃ হাবিয়া কি? এখানে কারা পতিত হবে? ২