আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরীক্ষা দেয়ার পূর্বে সিলেবাস জানিয়ে দিচ্ছি।
সুরা ফাতিহা ও সূরা নসর থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমুহের শাব্দিক অর্থ কয়েকবার পড়ে নিতে হবে।
সহিহ তেলাওয়াত হয় কি না যাচাই করে নিন। তারপর সংক্ষিপ্ত তাফসির পড়ে নিতে হবে নির্ধারিত সূরা সমূহের।
এর সাথে আরো ভালোভাবে সূরা সমূহ বুঝতে বিশিষ্ট আলেমের তাফসির শুনে নিন। প্রতিদিন একটি সূরা করে এইভাবে ষ্টাডী করুন।
আরো উত্তম হয় যদি এর পাশা পাশি মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন।
এরপর প্রশ্নটি সামনে রেখে নোট প্যাড বা কম্পিউটারে উত্তর লিখে ফেলুন।
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রশ্নঃ(সূরা ফাতিহা,সূরা নসর-সূরা নাস)
সময়ঃ ৪৫ মিনিট ৷ পূর্নমানঃ ৭৫
১নং প্রশ্নঃ শব্দার্থ লিখুনঃ ৩০
الْحَمْدُ, الرَّحْمَٰنِ, الرَّحِيمِ,نَسْتَعِينُ ,صِرَاطَ,الْمَغْضُوبِ
وَالْفَتْحُ,دْخُلُو,أَفْوَاجًا,سَبِّحْ,تَبَّتْ, أَغْنَىٰ, سَيَصْلَىٰ,امْرَأَتُهُ, الْحَطَبِ, مَّسَدٍ, الصَّمَدُ,يُولَدْ, كُفُ,الْفَلَقِ,شَرِّ, غَاسِقٍ, وَقَبَ, حَاسِدٍ, حَسَدَ,إِلَٰهِ, وَسْوَاسِ, خَنَّاسِ, صُدُورِ, مِنَ
২নং প্রশ্নঃ সূরা ফালাক ও নাস উভয়ের একটি যুক্তনাম রাখা হয়েছে, সেটি কি?নাম্বারঃ১
৩নং প্রশ্নঃ সর্বশেষ পূর্নাঙ্গ সূরা কোনটি? নাম্বারঃ১
৪ নং প্রশ্নঃ মহান আল্লাহর পরিচয় রয়েছে কোন সূরায়? নাম্বারঃ১
৫ নং প্রশ্নঃ সফল বা বিজয় আসলে কি করতে বলা হয়েছে? নাম্বারঃ২
৬ নং প্রশ্নঃ ফাতিহা শব্দের অর্থ কি? এই সূরার আরো ৩টি নাম অর্থসহ লিখুন? নাম্বারঃ৪
৭ নং প্রশ্নঃ সূরা ফাতিহাতে কোন দুই জাতির পথে পরিচালিত থেকে পানাহ চাওয়ার শিক্ষা দেয়া হয়েছে? নাম্বারঃ২
৮ নং প্রশ্নঃ সূরা ফাতিহার আয়াতের উত্তরে আল্লাহ কি বলে থাকেন?নাম্বারঃ ১০
৯ নং প্রশ্নঃ এই ৬টি সূরা থেকে ৬টি শিক্ষা উল্লেখ কর? নাম্বারঃ ১২
১০নং প্রশ্নঃ ৬টি সূরার আয়াত সংখ্যা উল্লেখ করো এবং সূরা সমূহ কখন নাযিল হয়েছিলো? নাম্বারঃ১২