সূরা নাস (সহিহ তাজবিদ সহ)

 

সূরাঃ আন-নাস  An-Nas / سورة الناس

সূরা নং 114 | মোট আয়াতঃ ন৬ টি

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

১। বল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট।

مَلِكِ النَّاسِ

২। যিনি মানুষের মালিক।

إِلَٰهِ النَّاسِ

৩। যিনি মানুষের উপাস্য।

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

৪। আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে।

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

৫। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

৬। জ্বিন ও মানুষের মধ্য হতে