হজ্জ ও ওমরাহ সংক্রান্ত হাদীসঃ৯

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, একজন মহিলা বলল, ‘হে আল্লাহর রসূল! আল্লাহর স্বীয় বান্দাদের উপর হজ্জের ফরয আমার বৃদ্ধ পিতার উপর এমতাবস্থায় এসে পৌঁছেছে যে, তিনি বাহনের উপর চড়ে বসে থাকতে অক্ষম। আমি কি তার পক্ষ হতে হজ্জ পালন করব?’ তিনি বললেন, ‘‘হ্যাঁ।’’ (বুখারী ১৫১৩, মুসলিম ৩৩১৫)

লাক্বীত ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ‘আমার পিতা এত বেশী বৃদ্ধ হয়ে পড়েছেন যে, তিনি না হজ্জ করতে সক্ষম, না উমরা করতে সক্ষম, আর না সফর করতে পারবেন।’ তিনি বললেন, ‘‘তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ ও উমরা সম্পাদন কর।’’ (আবূ দাঊদ ১৮১২, তিরমিযী ৯৩০, হাসান সহীহ)