প্রশ্নে প্রশ্নে কুর’আনকে বুঝি (সূরা নাবা)

য়াময় মেহেরবান আল্লাহ’তায়ালার নামে

     প্রশ্ন

সূরা আন নাবা

১ম রুকু

১। সূরাটি পবিত্র কুর’আনের কততম সূরা? সূরাটির নামের অর্থ কি?

২। সূরাটিতে কতটি রুকু ও আয়াত আছে?

৩। সূরাটি রাসূল স.এর জীবনের কোন পর্যায়ে নাযিল হয়েছিল?

৪। এই সূরাতে নাবা শব্দটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন?

৫। এই সূরার মূল আলোচ্য বিষয় কি?

৬। এই সূরার ১ম রুকুতে মহান আল্লাহ কি কি নি’আমত নিদর্শন

    হিসেবে উল্লেখ করেছেন?

৭। এই সকল নি’আমতের উল্লেখ করার উদ্দেশ্য কি?

৮। এখানে শিঙ্গায় ফুঁক দেয়ার কথা বলা হয়েছে তা কোন ফুঁকের

      কথা বলা হয়েছে।

৯। মোট কতবার শিঙ্গায় ফুঁক দেয়ার কথা কুর’আনে এসেছে?

১০। জাহান্নামের কোন শাস্তির কথা উল্লেখ হয়েছে এখানে?

১১। এই জাহান্নামে যাওয়ার কারন এখানে কি উল্লেখিত হয়েছে?

১২। এই রুকু থেকে আমরা কি শিক্ষা পেলাম?

১৩। আমাদের করনীয় কি?

সূরা আন নাবা

২য় রুকু

১। এই সূরার ২য় রুকুর বিষয় বস্তু কি?

২। জান্নাতের কোন কোন নি’আমতের উল্লেখ এসেছে এখানে?

৩। কোথায় সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে?

৪। রুহ বলতে কাকে নির্দেশ করা হয়েছে?

৫। এখানে ইয়া তাকাল্লামুনা  يَتَكَلَّمُونَ ও ছোয়াওয়াবা صَوَابًا বলতে কি বুঝানো হয়েছে?

৬। এখানে আযাবান ক্বরীবা    عَذَابًا قَرِيبًا বলতে কি বুঝানো হয়েছে?

৭। إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا শেষের আয়াতে কি বলা হয়েছে?

৮। এই রুকু থেকে কি শিক্ষা পাওয়া যায়?

৯। আমাদের করনীয় কি এই শিক্ষার আলোকে?