৪র্থ কুইজ (রমাদান মাস ও সাওম)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু’আলাইকুম

১। রমাদানের রোজা কিভাবে রাখলে পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে?

২। সিয়ামের প্রতিদান কি ও কে দিবেন?

৩। রোজাদারের জন্য খুশির সময় কয়টি ও কখন?

৪। সারা বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যাবে কিভাবে?

৫। একজন রোজাদারের সমান সওয়াব পেতে কি করা প্রয়োজন?

 

উত্তরঃ———–

 

  • যে রামাদান মাসে ঈমানের সাথে প্রতিদানের আশায় সাওম পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়।সহীহ আল বুখারী: ৩৮
  • প্রত্যেক আদম সন্তানকে তার নেক আমল দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হবে। আল্লাহ তা’লা বলেন, তা অবশ্য সিয়ামের প্রতিদান ছাড়া, কারণ সিয়াম আমার জন্য, আর আমিই তার প্রতিদান দেব। কেননা আমার কারণেই সিয়াম পালনকারী তার যৌনকার্য ও আহার বর্জন করে থাকে। সহীহ মুসলিম: ১১৫১
  • আর সেই মহান সত্ত্বার শপথ, যাঁর মুঠিতে মুহাম্মাদের প্রাণ! আল্লাহর কাছে রোযাদারের মুখের গন্ধ কস্তরীর খোশবু থেকেও উত্তম। রোযাদারের খুশীর বিষয় দু’টি। যখন সে ইফতার করে তখন একবার খুশীর কারণ হয়। আরেকবার যখন সে তার রবের সাথে সাক্ষাত করে রোযার বিনিময় পেয়ে খুশী হবে। সহীহ আল বুখারী: ১৭৬৯
  • যে রামাদান মাসে সিয়াম পালন করল, এরপর শাওয়ালের ছয়দিন সাওম পালন করল, তবে তা সারা জীবন সাওম রাখার সমতুল্য।সহীহ মুসলিম: ১১৬৪
  • যে কোন সাওম পালনকারীকে ইফতার করায়, তার (যে ইফতার করালো) তার (সাওম পালনকারীর) সমান সওয়াব হবে, অথচ সেই সাওম পালনকারীর সওয়াব কোন অংশে কমে যাবে না। আত তিরমিযী: ৬৪৭