হাদীসের আলোকে সালাত-৬

 

সাবেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-

كان النبي صلى الله عليه وسلم إذا أصابت أهله خصاصة نادى أهله بالصلاة : صلوا، صلوا، قال ثابت : وكان الأنبياء عليهم السلام إذا نزل بهم أمر فزعوا إلى الصلاة.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারে খাদ্যাভাব ও অনটন দেখা দিলে পরিবারস্থ লোকদের সালাতের দিকে ডাকতেন। বলতেন, তোমরা সালাত আদায় কর। তোমরা সালাত আদায় কর। সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্বিয়া আলাইহিমুস সালামদের অবস্থাও এমনই ছিল যে, তাঁরা কোন সমস্যার সম্মুখীন হলে নামাযে মশগুল হয়ে যেতেন। বোখারি, মুসলিম

আমাদের সমাজে বিপরীত অবস্থা দেখা যায়, অনেকে বলেন পেটে খাবার নাই- সালাত আদায় করবো কি!! আশ্চর্য হলেও বাস্তবে বাংগালী মুসলিমের অবস্থা অনেকটা তাই। অথচ অভাব কষ্টের সময় আরো বেশী রবের সাথে কথার জন্য সালাতে দাঁড়িয়ে যাওয়া কর্তব্য।