হাদীসের আলোকে সালাত-৪

 

নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন :

 “তোমরা সেভাবে নামায আদায় কর, যে ভাবে আমাকে নামায আদায় করতে দেখ।” বুখারী

সালাতের পদ্ধতি নারী ও পুরুষের ব্যপারে অনেক কথাই বলে থাকেন অনেকেই। এই হাদীস জানার পর সকলেরই কর্তব্য( নারী পুরুষ) রাসূল স. কিভাবে সালাত আদায় করেছেন তা সহিহভাবে জানা ও আমল করা। নারীর আলাদা নিয়ম থাকলে রাসূল স. হাদীসে আলাদা করে উল্লেখ করতেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

সালাতেই আমার চোখের শান্তি রাখা হয়েছে। (মুসনাদু আহমাদ: ৩/১২৮)