হাদীসের-আলোকে-পর্দা-৬

আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

নারী হল সতর তথা আবৃত থাকার বস্ত্ত। নিশ্চয়ই সে যখন ঘর থেকে  বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর সে যখন গৃহাভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে।-আলমুজামুল আওসাত, তবারানী

এই হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া উচিত নয়।

আজ তাই চতুর্দিকে বিভিন্ন অনুষ্ঠানের নামে উন্নয়নের নামে নারীকে পথে বের হতে আহবান করা হচ্ছে। আর নগ্নতা বেহায়াপনা ও যেনা বেড়েই চলেছে। বেড়ে গিয়েছে অপমৃত্যু। চারিত্রিক অশ্লিলতা। প্রয়োজনের বাইরে নারী যখনই বাইরে যায় তখনই গায়ের মাহরামের সাথে ফ্রি মেলামেশার সুযোগ হয় আর তখনই ঘটে পরকীয়া বা অবৈ্ধ প্রেম বা চারিত্রিক শ্লীলতাহানী এবং এরপর খুন।

মহান আল্লাহ আমাদের নারীদের শুভ বোধোদয় দান করুন।