হাদীসের আলোকে বিবাহ-১

 

 

হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। কেননা তা চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাযত করে। আর যে এর সামর্থ্য রাখে না, তার কর্তব্য রোযা রাখা। কেননা তা যৌন উত্তেজনার প্রশমন ঘটায়।’ বুখারী : ৫০৬৬; মুসলিম : ৩৪৬৪।  

‘আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে।’রূম : ২১

হাদীসের আলোকে বিয়ের উদ্দেশ্য হলো নিজ চরিত্রের হেফাজত ও পর্দার অনুশীলন সহজতর করা।

বিয়ের শর্ত হলো সামর্থ্য থাকা- মানসিক,শারীরিক ও আর্থিক