হাদীসের আলোকে গীবত-৭

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

নিজেকে বড় মনে করা আর অপরকে ছোট মনে করার মত অসৎ উদ্দেশ্যের কারণে বহু মানুষ একে অপরের গীবত করে থাকে।

অথচ এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

“কোন মানুষের অমঙ্গলের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে নিজ মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে”(সহীহ মুসলিম)।

এইক্ষেত্রে মনে রাখা প্রয়োজন মহান আল্লাহ কাকে পছন্দ করেন আর ভালোবাসেন, আমরা কেউ বলতে পারিনা। আবার কোন ব্যক্তির কোন একটি আমল মহান আল্লাহ পছন্দ করে সন্তুষ্ট হয়ে তাকে প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে ফেলেছেন,আমরা সেটা জানি না, তাহলে কিভাবে কোন ব্যক্তিকে আমরা ছোট বা হেয় করতে পারি? যাকে হেয় করতে যাচ্ছেন সেই ব্যক্তি যদি রবের প্রিয় বান্দা হয়ে থাকে তাহলে নিজের অবস্থা কি হবে তখন একটু চিন্তা করা প্রয়োজন। তাই কাউকে ছোট করার মানসিকতাই রাখা ঠিক নয়, ফলে গীবত থেকেও মুক্ত থাকা সম্ভব।