হাদীসের আলোকে গুনাহ মাফের আমলঃ১৫

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

“যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় বলবে, আল্লাহ তা’আলা ব্যতীত কোন মা’বূদ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই, সকল ক্ষমতা তাঁরই, সমপ্ত প্রশংসা তার জন্য, তিনি প্রাণ দান করেন ও মৃত্যু দেন। তিনি চিরজীবী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার হাতেই মঙ্গল আর তিনিই সবসময় প্রত্যেক বস্তুর উপর ক্ষমতার অধিকারী, তাহলে তার জন্য আল্লাহ তা’আলা দশ লক্ষ নেকী বরাদ্দ করেন, তার দশ লক্ষ গুনাহ মাফ করেন এবং তার দশ লক্ষ গুণ সম্মান বৃদ্ধি করেন।”

সুনান আত তিরমিযী- হা. ৩৪২৮, সুনান ইবুন মাজাহ- হা. ২২৩৫, ২২৩৫, মিশকা-তুল মাসা-বীহ-হা. ২৩১৮, সনদ হাসান।