নামাযে পঠিত বিষয়গুলোর অর্থ ও শিক্ষা—৭(দুই সাজদাহ এর মাঝে)

 

                           দয়াময় মেহেরবান আল্লাহর নামে

 দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো

 «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».

(রব্বিগফির লী, রব্বিগফির লী)

 হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্‌ নং ৮৯৭।

 «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَاجْبُرْنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي، وَارْفَعْنِي».

(আল্লা-হুম্মাগফির লী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়াআফিনি, ওয়ারযুক্বনী, ওয়ারফানী)

 হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিযিক দান করুন এবং আমার মর্যাদা বৃদ্ধি করুন সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮।

লক্ষ্য করুন কত সুন্দর দু’আ যা রাসুল(সঃ) করতেন এবং আমাদের জন্য এই সকল বাস্তব চাওয়া্গুলোকে সাজিয়ে দিয়েছেন কত সুন্দর ও উন্নত ভাষায়।

নামাযের মধ্যে যিনি দেয়ার মালিক, সরাসরি সেই মহান দয়ার সাগর রাব্বুল আলামীনের কাছে চাইলে আল্লাহ ইন শা আল্লাহ তা দিবেনই। আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে চাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন তাঁর খালেস বান্দী হিসাবে।-আমীন