হাদীসের আলোকে চিকিৎসা-৭

 রাসূল স . পাত্র থেকে পান করার সময় তিনবার শ্বাস নিতেন। তিরমিযী,আবওয়াবুল আশরিবাঃ ১৮৩৩।

রাসূল স. পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে এবং তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। তিরমিযী,আবওয়াবুল আশরিবাঃ ১৮৩৭।

নবী স. পানীয় দ্রব্যের মধ্যে ফুঁ দিতে নিষেধ করেছেন। এক ব্যক্তি বলল, পানির পাত্রের মধ্যে যদি ময়লা দেখতে পাই? তিনি বলেন-তা ঢেলে ফেলে দাও। লোকটি বলল, আমি এক নিঃশ্বাসে তৃপ্ত হতে পারি না। তিনি বলেনঃ নিঃশাস ফেলার সময় পাত্রটি তোমার মুখ থেকে সরিয়ে নাও।    তিরমিযী,আবওয়াবুল আশরিবাঃ ১৮৩৬

দেখুন কত সুন্দর আমাদের রাসূলের স. শিক্ষা এবং প্রতিটি শিক্ষার পিছনে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে  যা মানুষ ধীরে ধীরে বুঝতে সক্ষম হচ্ছে আল্লাহর ইচ্ছায়।

মানুষ যখন নিঃশ্বাস ফেলে তখন আমরা জানি একটি গ্যাস যা আমাদের জন্য বিষাক্ত তা (CO2)-carbon-di-oxide   বের করে দেয় এবং এর ফলে পানির ph (acidic) পরিবর্তন হয়ে যেতে পারে। ফলে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে।

আবার এই গ্যাসই গাছ-পালার জন্য প্রয়োজন । সুবহানাল্লাহ।