হৃদয়স্পর্ষী হাদীসঃ১

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

দয়াময় মেহেরবান আল্লাহর নামে

 

রসূল স. আমাদের উদ্দেশ্যে বর্গাকৃ্তির একটি চতুর্ভুজ আঁকলেন, অত:পর এর মাঝ বরাবর একটি সরলরেখা টানলেন, অতঃপর চতুর্ভুজের বাইরে দিয়ে একটি সরল রেখা টানলেন, অতঃপর মাঝের সরলরেখার চতুর্দিকে অনেকগুলো রেখা টানলেন এবং বলেন — এটি হলো আদম-সন্তান এবং বেষ্টনি হল তার জীবনকালের সীমারেখা, যা তাকে বেষ্টন করে রেখেছে। মধ্যখানের সরল রেখাটি হল মানুষ, এর চারপাশের রেখা সমূহ হল তার বিপদাপদ। সে এর একটি থেকে মুক্তি পেলে অপরটি তাকে দংশন করে। আর বাইরের রেখাটি হল তার কামনা-বাসনা। সহিহ বুখারিঃ ৫৯৬৯

রসূল (সঃ) বলেছেন-আদম সন্তান বৃদ্ধ হয়ে গেলেও তার দু’টি স্বভাব যুবকই থাকে: সম্পদের লোভ ও বেঁচে থাকার লালসা। সহিহ বুখারী

জান্নাতে একটি চাবুক রাখার জায়গা দুনিয়া ও ইহার মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। আর আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা(ব্যয় করা) দুনিয়া ও ইহার মধ্যে যা কিছু আছে তার সব থেকে উত্তম। সহিহ বুখারিঃ ৫৯৬৭

আল্লাহ তা’আলা সে ব্যক্তির ওযর কবুল করবেন না, যার জীবনের মেয়াদকালকে বাড়িয়ে দিয়েছেন এমনকি ষাট বছরের কোঠায় পৌছিয়ে দিয়েছেন। সহিহ বুখারিঃ ৫৯৭১

 

আমাদের চিন্তা করা প্রয়োজন, সচেতন হতে অর্থ লাগেনা সদিচ্ছাই যথেষ্ট। সঠিক ও দৃঢ় সিদ্ধান্তই জীবনের চাকা ঘুড়িয়ে দিতে পারে মুহুর্তে। আমরা যেহেতু জানি না কে কতটুকু জীবনের সীমাকালের কাছে পৌছে গিয়েছি,তাই চলুন এখনই নিজের আশা আকাঙ্ক্ষার উপরে মহান রবের আনুগত্যের ও রাসূল স.এর জীবনাদর্শকে চলার পথের পাথেয় করে নেই। মুনাফিকের চরিত্র থেকে সরে এসে খালেস ভাবে মহান রবের কাছে সঁপে দেই।

মহান আল্লাহ আমাদের সহায় হউন।