শিষ্ঠাচার সংক্রান্ত হাদীস—২২ (মেহমানদের ব্যপারে-৭)

হাদিস শরীফে প্রতিবেশীর হককে শুফ্আ হকটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“যদি কেউ তার জমি বিক্রি করতে চায় তাহলে সে যেন তার প্রতিবেশীকে জানায় ও তার নিকট প্রস্তাব করে”। সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৪৯৩

এটি প্রতিবেশীর গুরুত্বপূর্ণ একটি হক। নিজের জমি বা বাড়ি যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে সে ব্যাপারে পার্শ্ববর্তী প্রতিবেশীর হক সবচেয়ে বেশি। অর্থাৎ, তাকে আগে জানাতে হবে যে, আমি আমার বাড়ি বা জমি বিক্রি করতে চাই, তুমি তা কিনবে কি না। যদি সে কিনতে না চায় তাহলে অন্যের কাছে বিক্রি করা যাবে। তাকে না জানিয়ে কারো কাছে বিক্রি করা যাবে না।

করলে সে দাবি করতে পারবে যে, আমি এই জমি ক্রয় করব। এটা তার হক। কারণ, হতে পারে এ জমিটি তার প্রয়োজন বা এমন ব্যক্তি তা ক্রয় করল যার কারণে সে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে ইত্যাদি। আর একেই শরীয়তের পরিভাষায় ‘হককে শুফ্আ’ বলে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“শুফ্আ’-র বিষয়ে প্রতিবেশীর হক সবচেয়ে বেশি। প্রতিবেশী উপস্থিত না থাকলেও তার অপেক্ষা করতে হবে। এটা তখন যখন তাদের উভয়ের চলাচলের পথ এক হয়”। সুনানে ইবনে মাজাহ,২৪৯৪; জামে তিরমিযী,. ১৩৬৯

অনেক সময় এমন হয় যে দুই প্রতিবেশী তাদের বাড়ির সীমানা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। যে প্রতিবেশীর শক্তি বেশি সে জোরপূর্বক নিজের সীমানা বাড়িয়ে নেয়। এটা বসতবাড়ির ক্ষেত্রে যেমন হয় ফসলের জমির প্রতিবেশীর সাথে আরও বেশি হয়। যাকে বলে ‘আইল ঠেলা’। সামান্য জমিন ঠেলে সে নিজের ঘাড়ে জাহান্নাম টেনে আনল। যতটুকু জমিন সে জবরদস্তি বাড়িয়ে নিলো সে নিজেকে তার চেয়ে সাতগুণ বেশি জাহান্নামের দিকে ঠেলে নিলো।

হাদিস শরীফে এসেছে,

“যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করল, কিয়ামতের দিন ঐ জমির সাত তবক পরিমাণ তার গলায় বেড়ি আকারে পরিয়ে দেওয়া হবে”।সহীহ মুসলিম, ১৬১১; বুখারি,: ৩১৯৮

 

সমাজে আজ যেন কাছের আপনজনেরাই সম্পত্তির লোভ সামলাতে না পেরে অনেক ক্ষেত্রে জুলুম করে সম্পদ আত্মসাৎ করে থাকেন। দুনিয়ার জীবন অল্পকিছুদিনের মনে রাখা দরকার এবং মহান আল্লাহ সর্বক্ষন পর্যবেক্ষন করছেন। মানুষের হক সেটা একটি পয়সাও যদি হয় বা সম্মান হানীও হয় তা নষ্ট করে জান্নাতে কোনভাবেই যাওয়া যাবে না যতই সালাত সাওম হজ্জ আদায় করুন না কেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। তাওবা করে ব্যক্তির হক আদায় করেই বা ব্যক্তির কাছে ক্ষমা নিলেই মহান আল্লাহর ইচ্ছেতে জান্নাতে যাওয়া যেতে পারে। আল্লাহ ভালো জানেন।