মিউজিক বা বাজনা থেকে কেনো দূরে থাকবো

 

আসসালামু’আলাইকুম।

আজ সমাজের সকল বয়সের লোকেরাই এই বাদ্যযন্ত্রের আসক্তিতে এতোই মত্ত থাকে যে তখন আর কুর’আনের ডাক বা সুর ভালো লাগে না।

অথচ এই বাদ্য যন্ত্র শুধু এই যুগে নয় পূর্বের যুগেও আদম আ.এর সময় থেকেই শয়তানের একটি বিরাট ফাঁদের অস্ত্র হিসেবে কাজ করে আসছে।

এই যুগেও অনেকেই মহান আল্লাহর সাহায্যে এই হেদায়াত লাভ করেছে ফলে এই হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছে।

মহান আল্লাহ আমাদের পরিবার গুলোকে হেফাজত করুন।