কদরের রাতে কি করবো কেনো করবো?

জীবনের সময় ধীরে ধীরে চলে যাচ্ছে। আমাদের জীবনকাল আর কতটুকু! তার মাঝে হেসে খেলে বেহুদা সময় পার করে কত সময় নষ্ট করে ফেলছি তাই না! গত রমাদানে অনেকেই ছিলেন যারা এই রমাদানে নেই। এইভাবে একসময় সেই নাই এর তালিকায় আপনার আমার যে কারোর নাম চলে আসবে। তাই এই রমাদানেই মহান রবের কাছ থেকে পুরু প্রাপ্তি নেয়ার জন্য সচেতন হই। সারা বছরইতো নিজেদের দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস আনন্দ পাওয়ার পিছনে ছুটে চলেছি। হোক না এই মাসের শেষ দশদিন একান্তই নিজের সাথে মহান রবের সম্পর্ক উন্নয়নের জন্য মুক্ত করে নেয়া। মহান প্রতিপালক সব দিলেন আর ৩৬৫ দিনের মাত্র দশটি রাতকে আমরা … Continue reading কদরের রাতে কি করবো কেনো করবো?