সূরাঃ আল-ফালাক / Al-Falaq / سورة الفلق
সূরা নম্বরঃ ১১৩ | মোট আয়াতঃ ৫ টি
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
১। বল, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার প্রতিপালকের কাছে।
مِنْ شَرِّ مَا خَلَقَ
২। তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট হতে।
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
৩। অনিষ্ট হতে রাত্রির, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
৪। এবং ঐসব আত্মার অনিষ্ট হতে, যারা (যাদু করার উদ্দেশ্যে) গ্রন্থিতে ফুৎকার দেয়
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
৫। এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।