রজব মাসকে জানি

প্রতি বছর ঘুরে আমাদের মাঝে মাহে রামাদান এসে থাকে। রামাদান মাসের পূর্বে আমরা অবস্থান করছি রজব মাসে যা হারাম বা পবিত্র মাস সমূহের মধ্যে একটি।। মহান আল্লাহ তা’লা আমাদের জানিয়েছেন এই পবিত্র মাস সম্পর্কে। মহান আল্লাহ তা’লা বলেছেন: وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ (হে নবী, তুমি তাদের বলো) তোমার মালিক যা চান তাই তিনি সৃষ্টি করেন এবং (তাদের জন্যে) যে বিধান তিনি পছন্দ করেন তাই (তিনি জারী করেন, এ ব্যাপারে) তাদের কারোই কোনো ক্ষমতা নেই, নিঃসন্দেহে আল্লাহ তা’লা মহান, ওদের শিরক থেকে তিনি অনেক উর্ধ্বে।      সূরা আল কাসাস: ৬৮ মহান আল্লাহ … Continue reading রজব মাসকে জানি