অনেকে মনে করে থাকেন যে যিলহজ্জ মাসের আমলতো যারা হজ্জে যাবেন তাদের জন্য, তারা জানলেই হবে, আর যারা হজ্জে যান না তারা শুধু কুরবানী দিয়ে ঈদ আয়োজন করতে হবে এতটুকুই বুঝে থাকেন ।
আসলে যিলহজ্জ মাসের প্রথম দশদিন সকলের জন্যই গুরুত্বপূর্ন সময় যা ইবাদাতের মৌসুম বলা যায়। তাই এই সম্পর্কে জানতে নিচের লিঙ্কগুলোতে যাওয়ার অনুরোধ রইলো।