যিলহজ্জ প্রথম ১০দিনের পরিকল্পনা ও পর্যালোচনায় সংরক্ষনঃ ২০২০

 

 

দয়াময় মেহেরবান আল্লাহর নামে

যিলহজ্জ মাসের গুরুত্ব ও তাৎপর্যঃ

যিলহজ্জ মাসের গুরুত্ব ও করণীয়-২

আমরা  সংক্ষেপে বলতে পারিঃ

১। পবিত্র মাস (হারাম মাস)সমূহের মধ্যে অন্যতম মাস এটি

২। কুর’আনে মহান আল্লাহ শপথ করেছেন যা এর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে।

৩। সহিহ হাদীসে এর  আলোকে প্রথম দশদিনের আমল অন্য সকল আমলের চেয়ে এমনকি জিহাদের  চেয়েও পছন্দনীয় জানা যায়।

৪। প্রথম দশদিনে রয়েছে আরাফা দিবস বা হজ্জের দিন।

৫।    রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর   বিশেষ বিদায়ী ভাষন

৬। ইসলামের ৫ম স্তম্ভ হজ্জ অনুষ্ঠান

৭। বিশেষ ইবাদাত কুরবানী

৮। ঈদ উল আযহা

এই মাসের প্রথম ১০দিনে করনীয় সংক্ষেপেঃ

১। ফরয সালাত যত্নশীল হওয়া ও নফল সালাত আদায় বিশেষ করে তাহাজ্জুদ সালাত

২। হারাম ,নাফরমানী , অশ্লিলতা ও পাপ থেকে দূরে থাকা

৩। তাহলিল, তাকবির ও তাহমিদ পাঠ

৪। সাওম রাখা ( ফরয সাওম বাকী থাকলে আদায় ও নফল সাওম)

৫। দান সাদাকা ( আত্মীয়, মিসকীন, এতিম, গরীবকে খাদ্য খাওয়ানো, অর্থ দান, বাজার করে দেয়া, মাস্ক বিলি করা, সাবান বা সেনিটাইজ দান করা)

৬। হজ্জ(যিনি সামর্থ রাখেন)

৭। কুরবানী করা(যার সামর্থ আছে অর্থাৎ কুরবানীর পশু কেনার অর্থ থাকলেই সামর্থ)

৮। তাওবা ও ইস্তিগফার

৯। যিকির( সকাল, বিকাল, ফরয সালাতের পরে, রাতে ঘুমাবার পূর্বের সহ দৈনন্দিন কিছু যিকির)

১০। কল্যানমূলক কাজে অংশগ্রহন(পানির ব্যবস্থা করা,পূনর্বাসনে, চিকিৎসা,বিয়ে, মসজিদ, মাদরাসা, এতিমখানা, দীনের প্রচারের কাজে, দীনী বই প্রকাশে, শরীয়া সম্মত মিডিয়া পরিচালনায়, সোস্যাল মিডিয়াতে শরিয়াসম্মত সাইটে ইত্যাদি)

১১। বিশেষ করনীয়-বর্তমান করোনা মহামারিতে করোনায় আক্রান্ত পরিবারে মানসিক প্রশান্তিমূলক কথা,খাদ্য পাঠানো, সঠিক পরামর্শ দান, চিকিৎসায় সহায়ক ভূমিকা, কালোজিরা+মধু+আজওয়া খেজুর+যমযম পানি ইত্যাদি সুন্নাহ চিকিৎসা গ্রহনে উদবুদ্ধ করা, আল্লাহর উপর পূর্ন ভরসা করার শিক্ষা, তাকদীরে বিশ্বাস দৃঢ় করা ইত্যাদি

১২। কুর’আন তেলাওয়া ও অধ্যয়ন করা, কিছু মুখস্থ করা

১৩।জ্ঞান অর্জনে সময়দানঃ হাদীস, ইসলামী সাহিত্য পাঠ

১৪। দাওয়ার কাজে সময় দেয়া(পরিবার,আত্মীয়,প্রতিবেশী,কলিগ)

১৫। বেশী বেশী দু’আ করা ( দু’আ কবুলের সময় ও স্থান সমূহ যা হাদীসের আলোকে জানা যায়)

১৬। নিজ চারিত্রিক ত্রুটি সমূহ পর্যালোচনা করে সংশোধন করা(গীবত, রাগ, জিদ, ইগো, কারো সাথে সম্পর্কের ঘাটতি তা পূরন, কারো প্রতি অন্যায় থাকলে ক্ষমা চেয়ে নেয়া, কেউ পাওনা থাকলে তা দেয়ার সুযোগ করা)

যিলহজ্জ মাসের দিনগুলি যেনো পরিকল্পিতভাবে প্রতিদিনই কাজগুলো করা যায়, সেই জন্য একান্ত নিজ ডায়রী বা একটি নোট প্যাডে নিচে দেয়া চেকলিষ্টের মত নিজে বানিয়ে নিতে পারি। সাথে আরো পয়েন্ট যোগ বা কম করা বা মোডিফাই করে নিতে পারি।

মহান আল্লাহ আমাদের অন্তর সমূহকে কলবে সালীম, নফসে মুতমায়ীন হতে সাহায্য করুন। মহান আল্লাহ আমাদের সবরকারীদের মাঝে অন্তর্ভূক্ত করে দিন যেনো হকের পথে ইস্তিকামাত থাকতে পারি, কুরবানীর মূল স্পিরিট রবের কাছে পূর্ণ আনুগত্যে সমর্পন করে দিতে পারি, সেই ঈমানী চেতনায় বলিয়ান ও আমলি হওয়ার তাওফিক দান করুন। আমীন

 

https://drive.google.com/file/d/1uYZOQjQJR5OmLWKw6yvzKhplbwYpVM3T/view?usp=sharing