মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিদের করনীয়-২(গোসল করার পদ্ধতি)

একদিন এক প্রতিবেশীর কাছে শুনলাম যে তার পরিচিত একজন ভদ্রমহিলা মারা গিয়েছেন,সেখানে যাবে দেখতে,ইচ্ছে হলো তার সাথে সংগী হওয়ার। সেখানে গিয়ে দেখা গেলো কিছুটা বাক বিতণ্ড চলছে,স্বামী তার এই মৃত স্ত্রীকে দেখা নিয়ে,কেউ বলছে পারবে না কেউ বলছে পারবে। আবার কিছু মানুষ বলছে মুর্দাকে একদম ঢেকে রাখো অন্য পুরুষ যেন না দেখে। অথচ জীবিত থাকা অবস্থায় এই ভদ্র মহিলা কখনোই নিজের মুখের সৌন্দর্যকে ঢেকে রাখেন নি। তখন তার স্বা্মী ও অন্য ব্যক্তিরা বলেনি যে আপনার মুখের সৌন্দর্যটা ঢেকে রাখেন। আশ্চর্য আমাদের মানুষদের মন। এতো সহজাতভাবে মৃত নারীর ব্যপারে বুঝতে পারেন যে মুখ অন্য ব্যক্তি দেখলে গুনাহ হবে অথচ জীবিত থাকাকালে … Continue reading মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিদের করনীয়-২(গোসল করার পদ্ধতি)