কুইজঃ১ (প্রশ্ন) বিষয়ঃ শাফায়াত

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
কুইজঃ

বিষয়ঃ শাফায়াত

প্রশ্নঃ

১। শাফা‘আত-এর শাব্দিক অর্থ কি?

২। শাফায়াত কখন সংঘটিত হবে?

৩। শাফায়াত কত প্রকারকি কি?

৪। শাফায়াতের মালিক কে? কুর’আনের একটি উদাহরন দিন?

৫। আল্লাহর অনুমতিক্রমে শাফায়াতকারী কারা হবেন?

৬। সর্বপ্রথম শাফা’আতকারী কে হবেন?

৭। শাফায়াতের কয়টি শর্তকি কি? উদাহরন দিয়ে  বলেন?

৮। কারা শাফায়াত থেকে বঞ্চিত থাকবে?

৯। কার কাছে শাফায়াতের দু’আ করতে হবে?

১০। শাফায়াতের দু’আ কিভাবে করতে বলা হয়েছে?