প্রশ্নে প্রশ্নে সূরাকে জানি ও কুর’আনিক আরবী শিখি-৪(সূরা আদিয়াত,যিলযাল,বাইয়্যেনাহ)

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

পরীক্ষা দেয়ার পূর্বে সিলেবাস জানিয়ে দিচ্ছি।

সুরা ফাতিহা ও সূরা নসর থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমুহের শাব্দিক অর্থ কয়েকবার পড়ে নিতে হবে।

সহিহ তেলাওয়াত হয় কি না যাচাই করে নিন। তারপর সংক্ষিপ্ত তাফসির পড়ে নিতে হবে নির্ধারিত সূরা সমূহের।

এর সাথে আরো ভালোভাবে সূরা সমূহ বুঝতে বিশিষ্ট আলেমের তাফসির শুনে নিন। প্রতিদিন একটি সূরা করে এইভাবে ষ্টাডী করুন।

আরো উত্তম হয় যদি এর পাশা পাশি মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন।

এরপর প্রশ্নটি সামনে রেখে নোট প্যাড বা কম্পিউটারে উত্তর লিখে ফেলুন।

 

 

পরীক্ষাঃ ৪(সূরা আদিয়াত,যিলযাল,বাইয়্যেনাহ)

পূর্ণমানঃ ৭০  সময়ঃ ১ঘন্টা

 

১নং প্রশ্নঃ শব্দার্থ লিখ (পূর্নমান-৫৪)

ٱلْعَٰدِيَٰت,‌ ضَبْحًا, ٱلْمُورِيَٰتِ, قَدْحًا, ٱلْمُغِيرَٰتِ, صُبْحًا, أَثَرْنَ, نَقْعًا, وَسَطْنَ, جَمْعًا, كَنُودٌ, عَلَىٰ, ذَٰلِكَ, شَهِيدٌ, لَشَدِيدٌ, لِحُبِّ, أَفَلَا, بُعْثِرَ, إِذَا, حُصِّلَ, ٱلصُّدُورِ, زُلْزِلَتِ, زِلْزَالَهَا, أَخْرَجَتِ, أَثْقَالَهَا, يَوْمَ, حَدِّثُ, أَخْبَارَهَا, أَوْحَىٰ, يَصْدُرُ, أَشْتَاتًا, لِّيُرَوْا۟, مِثْقَالَ, ذَرَّةٍ, يَرَهُۥ, شَرًّا, لَمْ, أَهْلِ, مُنفَكِّينَ, تَأْتِيَهُمُ, ٱلْبَيِّنَةُ, يَتْلُوا۟, مُّطَهَّرَةً, مُخْلِصِينَ, حُنَفَآءَ, أُمِرُوٓا۟, شَرُّ, ٱلْبَرِيَّةِ, رَّضِىَ, تَحْتِهَا, تَجْرِى, عَدْنٍ, ٱلْأَنْهَٰرُ, رَّضِىَ, رَضُوا۟, أَبَدًاۖ, خَشِىَ

২নং প্রশ্নঃ  আরববাসীদের জন্য কোন জনপদে অতর্কিত আক্রমণের নিয়ম কি ছিল ? মানুষের কোন চরিত্রের কথা সূরা আদিয়াতে আল্লাহ উল্লেখ করেছেন

                          ও এর সাক্ষী কে ? ২+১+১

৩নং প্রশ্নঃ হুসসিলা ‘ বা ‘ তাহসীল কাকে বলে? পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে বলতে কি বুঝিয়েছে? ৬

৪নং প্রশ্নঃ আল্লাহ কি করতে হুকুম দিয়েছিলেন সূরা বাইয়্যেনার আলোকে? ৪

৫নং প্রশ্নঃ সূরা বাইয়্যেনাহতে উল্লেখিত  স্ষ্টির সেরা কারা ও সৃষ্টির অধম কারা? ২