প্রশ্নে প্রশ্নে সূরাকে জানি ও কুর’আনিক আরবী শিখি-২( সূরা মাউন,কাউসার,কাফিরুন))

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

পরীক্ষা দেয়ার পূর্বে সিলেবাস জানিয়ে দিচ্ছি।

সুরা ফাতিহা ও সূরা নসর থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমুহের শাব্দিক অর্থ কয়েকবার পড়ে নিতে হবে।

সহিহ তেলাওয়াত হয় কি না যাচাই করে নিন। তারপর সংক্ষিপ্ত তাফসির পড়ে নিতে হবে নির্ধারিত সূরা সমূহের।

এর সাথে আরো ভালোভাবে সূরা সমূহ বুঝতে বিশিষ্ট আলেমের তাফসির শুনে নিন। প্রতিদিন একটি সূরা করে এইভাবে ষ্টাডী করুন।

আরো উত্তম হয় যদি এর পাশা পাশি মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন।

এরপর প্রশ্নটি সামনে রেখে নোট প্যাড বা কম্পিউটারে উত্তর লিখে ফেলুন

 

পরীক্ষাঃ২ (সূরা মাউন,কাউসার,কাফিরুন)

পূর্ণমানঃ ৫০ সময়ঃ ৩০মিনিট

 

১নং প্রশ্নঃ শব্দার্থ লিখুনঃ (পূর্নমান-২৫)

قُلْ ,أَعْبُدُ, تَعْبُدُ,  أَنتُمْ,  أَنَا , دِينِ, الْكَوْثَر, انْحَرْ, صَلِّ, شَانِئَ, الْأَبْتَرُ, أَرَأَيْتَ, الَّذِي, كَذِّبُ, يَدُعُّ, يَحُضُّ,  طَعَامِ, مِسْكِينِ, وَيْلٌ, مُصَلِّينَ, سَاهُونَ, رَاءُونَ, يَمْنَعُونَ, لْمَاعُونَ,  هُمْ

২নং প্রশ্নঃ সিলেবাসের সূরা সমূহের আয়াত সংখ্যা ও নাযিল হওয়ার স্থান উল্লেখ করুন?   মানঃ ৬

৩নং প্রশ্নঃ সূরা মাউনে আখেরাত অবিশ্বাসীদের কতটি চরিত্রের কথা উল্লেখ হয়েছে? সেগুলো কি কি? ৩

৪নং প্রশ্নঃ সূরা মাউনের শেষ চার আয়াতে কাদের চরিত্র তুলে ধরা হয়েছে? সেগুলো কি? ৪

৫নং প্রশ্নঃ রাসূল সা এর মক্কার কঠিন সময়ে সান্তনা দানের জন্য কয়টি সূরা নাযিল হয়েছে? সেগুলো কি কি? ৪

৬নং প্রশ্নঃ কাউসার কি? রাসূল সা এই কাউসার কি দেখেছেন? ২

৭নং প্রশ্নঃ রাসুল সা কে মহান আল্লাহ  কোন দুটি কাজ করার নির্দেশ দিয়েছেন সূরা কাউসারে? ২

৮নং প্রশ্নঃ আবতার বলতে কি বুঝায়? কাদের উদ্দেশ্য করে বলা হয়েছে? ২+১

৯নং প্রশ্নঃ হাদীসের আলোকে সূরা কাফিরুন কয়টি সালাতে পড়া মুস্তাহাব ? ১