কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ।

কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। সাধারনভাবে ইশা সালাতের পর ও ফযরের সময়ের আগ পর্যন্ত যেকোন সালাতকেই কিয়ামুল লাইল বলা হয় বা রাতের সালাত, আর এই সালাত যখন রামাদানে পড়া হয় তা হয় তারাবী সালাত এবং ইশার সালাতের পর কিছু সময় ঘুমিয়ে উঠে যে সালাত পড়া হয় তা হবে তাহাজ্জুদ সালাত। মহান রবের সাথে একান্তে কথা বলার একটি উপযুক্ত সময় হলো  তাহাজ্জুদ। মহান আল্লাহ তা’আলা মুমিনদের ও রহমানের বান্দাদের গুনাবলীর অন্যতম একটি এই সালাত আদায়ে সচেষ্ট থাকা। সমাজে অনেক ধরনের ভুল ধারনা রয়েছে তা হলো এই সালাত কেউ একবার পড়লে আর ছাড়তে পারবে না, সব সময় পড়তে হবে, না পড়লে ক্ষতি হবে। … Continue reading কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ।