আল্লাহর নাম সমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা:(৪। রব)
দয়াময় মেহেরবান আল্লাহর নামে ৪। আর রব্ব الرَّبُّ প্রতিপালক, স্রষ্টা, পরিচালক, মালিক, অধিপতি رَبّ মহান আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম। যার অর্থ হল, প্রত্যেক জিনিসকে সৃষ্টি ক’রে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা ক’রে তাকে পরিপূর্ণতা দানকারী। মহান আল্লাহ সমগ্র বিশ্বচরাচরের স্রষ্টা,অধিপতি, পরিচালক এবং প্রতিপালক। তিনি সৃষ্টি জগতকে অসংখ্য নিয়ামত সহকারে প্রতিপালন করেন আর তার প্রিয়ভাজনদেরকে এমনভাবে প্রতিপালন করেন যেন তাদের অন্তরগুলো সঠিক পথে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ তায়ালা বলেন, الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ “যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।” (সূরা ফাতিহা: ২) আভিধানিক তত্ত্ব একঃ প্রতিপালন করা, ক্রমবিকাশ ও ক্রমোন্নতি সাধন এবং বর্ধিত করণ। দুইঃ সংকুচিত করা, সংগ্রহ করা এবং … Continue reading আল্লাহর নাম সমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা:(৪। রব)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed