আয়াতটি সূরা জুম’আ ৯-১০ এবং এখান থেকে শিক্ষা পাই।
শিক্ষা———
- শুক্রবার জুম’আ যা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ও ফজিলত পূর্ণ দিন।
- ‘‘নিঃসন্দেহে জুমু‘আর দিন সেরা দিন ও আল্লাহর নিকট সর্বোত্তম দিন।
- মহান আল্লাহর আনুগত্যে কে বেশী তৎপর তা যাচাই করার দিন।
- দুনিয়ার মহব্বতের তুলনায় মহান রবের ঘরে যাওয়াকে অগ্রাধিকার কে দেন যাচাই করা।
- মহান আল্লাহর আহবানে সাড়া দিলে দুনিয়ার রিযিক বাড়িয়ে দিবেন-এই পূর্ণ ভরসা কে করেন
- মহান প্রতিপালকের আনুগত্যের পর জীবিকা অনুসন্ধানে বের হলে বরকত হবে।
- মহান আল্লাহর স্মরন ও আনুগত্যের মধ্য দিয়েই দুনিয়ার রিযিক প্রাপ্তি হবে।
- মহান রবের আনুগত্য ও বাস্তবে প্রচেষ্টা চালিয়ে তাওয়াক্কুল করার মাধ্যমেই সফলতা লাভ।
- জুম’আর আযান হয়ে যাওয়ার পর দুনিয়ার অন্য কোন সাধারন কাজ করা নিষেধ হয়ে যায়।