জুম’আবারের আসর-১

14962732_1347874551910675_4968265755827257377_n

আল্লাহ তায়ালা বলেন,

“হে মু’মিনগণ! জুম’আর দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরনে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ কর, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি কর।”

 অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর ও আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।

কোন সূরা ও কত নং আয়াত?

এই আয়াতটিতে কি শিক্ষা লুকায়িত রয়েছে?