ছবি ব্লগ (জুমআ বারের আসর)-৪

 

%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%86-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a7%aa

জুমু‘আর দিনে একটি সময় আছে যে সময়ে দো‘আ কবুল হয়:

১। ইমাম মসজিদের মিম্বরে বসা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত

২। আসরের সালাত থেকে পর থেকে মাগরিব পর্যন্ত

রাসূল স. বলেন, নিশ্চয় জুমুআর দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুসলিম আল্লাহর নিকট কোনো ভালো জিনিসের প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। তিনি বলেন: আর তা অধিকাংশ আলেমের মতে, দুআ কবুলের সম্ভাবনার সেই সময়টি হলো আসরের সালাতের পরের সময়। দ্বিপ্রহরের পরের সময়টিতেও দুআ কবুলের আশা করা যেতে পারে। সুতরাং মুসলিমগণের উচিৎ এ সময়টিতে নিজের ও সকল মুসলিমদের  জন্য বেশি বেশি দুআ করা। সহীহ বুখারী ও মুসলিম

আবূ বুর্দাহ ইবনে আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘আপনি কি জুমার দিনের বিশেষ মুহূর্ত সম্পর্কে আপনার পিতাকে, রাসূলুল্লাহ সা. হতে বর্ণনা করতে শুনেছেন?’ তিনি বলেন, আমি বললাম, ‘হ্যাঁ। আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আল্লাহর রসূল সা.-কে এ কথা বলতে শুনেছি যে, “সেই মুহূর্তটুকু ইমামের মিম্বারে বসা থেকে নিয়ে নামায শেষ হওয়া পর্যন্ত সময়ের ভিতরে।” (মুসলিম)

মহান আল্লাহ দেখতে চান আমরা কতটা দু’আ কবুলের প্রত্যাশী, একান্তই কেউ দু’আ কবুলের প্রয়োজনবোধ করলে অবশ্যই সেই ব্যক্তি প্রতি জুম’আ বারেই বিশেষ সময়ে মহান রবের কাছে চাইতে থাকবে। আর সেই সময়টি হলো—

১। ইমাম মসজিদের মিম্বরে বসা থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত

২। আসরের সালাত থেকে  মাগরিব পর্যন্ত (যেহেতু আরবী দিন মাগরিব থেকে পরের দিন গননা হয়ে যায়)